শ্রাবনো বর্ষনে একাকিত্তের দহনে -
আচমকা হাজির  পুরনো সুর-
নিমীলিত আঁখি; প্রশমিত শিহরন
মৃদু আলোয় দেখেছিও তার অধর II


স্মরনে আমার পড়েছে বাজ -
পরিচয়ের  বিস্মৃতি  আজ!
তবু পরছে মনে-
অতীতের চেনা কত উল্লাশ!


তবে  সংযত এবার ;
ছেলেখেলা নয় আর;
নাও নি:স্পাপ আলিঙ্গন II
যাও পাখি যাও -
যাও ফিরে যাও -
পড়ে আছে সেই খাঁচার জীবন II