মা - তুই শক্তি?  কেন হয় তোর ভ্রুনের হনন?
মা - তুই ভক্তি?  কেন হয় তোর পরাকরণ?
মা - তুই মাতৃ?   কেন হয় তোর নির্বাসন?
মা - তুই শ্রদ্ধা?   কেন হয় তোর অসম্ভ্রম?
মা - তুই শান্তি? কেন হয় তোর যেন্ত-দহন?


            যে হলো মা তোর পূজারী,  
          সে-ই আবার তোর হত্যাকারী-
         যে হলো মা তোর শক্তি সাধক;
   সে-ই আবার তোর অবলা রুপের ভক্ষক!


জাগো মাগো.. জাগো মাগো.. জাগো মাগো