আঁধার কালো ঘনঘটা;  
হৃদয় কোণে বেঁধেছে পুঞ্জ-পুঞ্জ,
এক ফালি চাঁদের আশায় -
শিরায় শিরায় রক্ত উন্মত্ত রুদিত
ক্ষনিকের ফুরসতে, ঝিরঝিরে বৃষ্টিতে
ময়ূর-পক্ষী নাচে, পেখম করে ভিন্ন -


আজ বন্ধুর আকাশ, অন্ধকার ফাঁকা
নশ্বর কিছু আসমানী আঁকা-জোঁকা;
ফুরফুরে হাওয়ায় বিদীর্ণ হচ্ছে ক্ষনে ক্ষনে;
জানিনা কোন সুরে আছো, আছো কোন মগ্নে?


আজি এক ফালি চাঁদের আশায়-
স্নায়ু স্নায়ু  শীর্ণ ক্ষীন অসহায়!
হৃদয় আঁখি দিয়ে, নেহাৎ দেখো একবার
সহস্র ঝড়েও প্রশস্ত বাতায়ন আমার -