এক পলকে তাকিয়ে,
        নীরব বারান্দায়!
লুকোচুরি খেলা করো-
       খোলা জানালায়!
কল্পনাতে ভেশে উঠে-
      তোমার জলচ্ছবি,
তোমার বসন্তে আজ-
  আমি সর্বশান্ত কবি!


           ধরা ছোঁয়ার বাইরে-
    প্রাকৃত তুমি আর আমি,
ধোঁয়াশে দিগন্ত-তলে চাপা-
                 সূক্ষ্ম অনুভূতি!
দেহমনে অজান্তে মেখেছো-
                   সুখানুভব তুমি,
                নীরবে স্বপ্ন বুনো,
                   তুমি সুনন্দিনী!