আমার এক ছোট ভাই ও বন্ধু ব্যক্তি বিশেষ -এর আগ্রহে একটি "পূর্বরাগ" কবিতা লিখার প্রয়াস ||
যদি এতে কোনো ভুলত্রুটি হয়ে থাকে, আমাকে ক্ষমা করবেন ||



                    
     বলো প্রিয় বলো       আরো কথা বলো
              সোহাগে সিক্ত তব স্বর-
       কর্ণপট্ বেয়ে        চিত্ত যায় ছুঁয়ে
       তোমার তরে সদা সবুজ অন্তর ||


তোমার ঘন নি:শ্বাস      কর্ণ ঘিরে আমার
              ক্ষনে ক্ষনে তুলে শিহরণ,
     মন ময়ূরী সেঁজে      চুপিসাড়ে নাচে
       তোমার সনে মোর জীবন মরন ||


নীরব জোৎস্নালোকে      ছেয়ে অন্তরলোকে
              মরম স্পর্শে বিগলিত তন,
       শ্যাম বিনে রাধা       শুধুই যে আধা
          প্রেমানলে পুড়ে ভরা যৌবন ||