(শেষ পর্ব)


  থাকবি মনে আজীবন তুই;
    তুই আমি নই আর এক নই
        তবু বার বার, মন ভেসে যায়
            তোর কাঁটা বিছানো বারান্দায়  ||


তুলির শেষ টানে, হাল্কা রঙে-
   তুই নেই আর হিজিবিজি স্বপ্নে;
     বুক ফাঁটা চিৎকারে অশ্রু বয়ে যায়-
                    আসিস ফিরে যদি পারিস,
                               থাকবো অপেক্ষায় ||