ব্যস্ত আমি ব্যস্ত তুমি
মধ্যখানে অখন্ড পরিসর!
যেন দাঁড়িয়ে আছি
জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে!


মুহূর্তে হাসি কাঁদি,
স্বপ্নমহল গড়ে তুলি!
আর এভাবেই বহু
অভিশপ্ত ক্ষণ পেরিয়ে আসি!


হাজারো স্মৃতি পড়ে থাকে
তবুও একাকী এগিয়ে চলি,
কিংবা পিছিয়ে আসি!
বর্তমানকে এড়িয়েই বাঁচি!