এ ফাল্গুন তোমার কাছে এই থাক
সব প্রকৃতির রং তুমি মেখে রাখ
তোমার সর্ব অঙ্গে।
সব রং এর প্রলেপ পরুক তোমার অঙ্গে
যে তোমার দিকে তাকালে,
প্রকৃতির সব রং খুজে পাই।

ফাগুনের মাতাল বাতাসে
যেদিন তুমি আর চুল বেধে রাখতে পারবে না,
ওড়না গায়ে রাখতে পারবে না
উড়ে যেতে চাইবের যৌবনের বাতাসে।


ভ্রমরকে তারাতে তারাতে
যে দিন তুমি ক্লান্ত হয়ে পরবে,
ফুলের মধুতে যেদিন বান ডাকবে
প্লাবিত হবে তোমার শরীর অঙ্গতে।


পলাশের নেশায়
যে দিন তুমি মাতাল হবে,
ফাল্গুনের পাতা ঝড়া হাওয়ায়
যেদিন তোমার গায়ের বসন ঝড়ে পরবে।

সে দিন তুমি ছুটি এসে,
ছুটে এসে ফল্গুনের রং
আর শরীর ফুলের গন্ধ নিয়ে,
আমি ধূসরীত হয়ে আছি।