আমি থাকতে চাই তোমার ফিল্টার হয়ে
প্রতি টানে দু ঠোঁটের মাধ্যে খানে
কখনো লালায় লালায় শীতলতায়
দু আঙ্গুলের ব্যবধানে।
আমার গন্ধে আবৃত তোমার মুখ গহ্বর
আমার সঙ্গে তোমার বিরহ বাসর
আমার সঙ্গে আনন্দের আসর
আমার সঙ্গে কাটে তোমার একলা অবসর।
কারনে অকারনে আমায় করো আবদার,
অন্তিম সময়ে আমার দিকে চেয়ে
মুখে তুলে নিলে অমায় আবার শেষ বার,
বললে ভেবে তোকে আরো ছিল দরকার।
তোমার আসক্তি তোমার টানে
আগুনে জ্বলে পুরে সকলই শেষ,
আমি থেকে যাই তোমার কারনে
তোমার সাথে তোমার সনে।


আমি থাকিতেও কলিজা হল কাল
রঙিন ঠোঁট হলো কালো
তবুও তুমি আগুন জ্বালো,
আমাকে রাখিবার জন্য আলো।
নিকটিনে মৃত্যু যেনও
আরো, আরো গভীর টানে আসক্ত
এই আসক্তির শেষ নেই
আমার শরীর তোমার শরীরে পুরে দিলেও।