আমাকে দেখিস না
আমার উৎপন্ন শব্দ শোন
শব্দ শুনে, শব্দ বান মার আমার হৃদয়ে।
লক্ষ যেন ঠিক থাকে
যে বিন্দুতে টিক টিক করছে আমার প্রাণ
ঠিক সে বিন্দতে নিক্ষেপ কর।
বান ভেদ করুক,
ছিন্ন ভিন্ন করুক আমায়।
আমি বিছিন্ন হয়ে যাই
চিহ্নহীন হয়ে যাই
শূন্য হয়ে বাতাসে ভেসে বেড়াই।
সেই শব্দ শুনে
বিরহীর বুকে শীতল ঝর্না হয়ে কান্না ঝড়ুক
ভবানন্দের বুকে আনন্দ ধারা বহুক।