আমাকে দেখছো,
ভাবছো কেন আমি তোমাকে দেখছি।
আমি তোমাকে চিনি...


তুমি আমারই মতন,
বহু লোকের ভীরে
একা একা পথ চল,


নিজের মাঝে
তুমি তোমাকে খুজ নিয়ে
খাচায় বন্ধী পাখির মত কথা বল।


কখনো ভাবো,
আমি পেয়েছি তারে
যাকে হারিয়েছি,
না, সে তোমার নিছকই কল্পনা
অন্ধকারে পায়ের নিচের আল্পনা।


তুমি তো আমার মতই,
গাইছো গান বৃক্ষতলে
ঝরা পাতার মর্মর তালে।


তোমার পরোনের পোশাক আমার গায়ে
তোমার কাধের ব্যাগ আমার কাধে
তোমার কথার সুর, আমার কন্ঠে
তাও তুমি বলছো, আমায় চিনি না...