চল যাই অানন্দের দেশে
মাতিয়া বেরাই মনের উল্লাশে,
খুলে ফেলে ক্লান্তি কর্মের চাদর
এবার মাখতে হবে গায়ে প্রকৃতির অাদর।


চল যাই পুকুর পার
চারদিকে জল ভরা জমির ধার,
শান্তির হাওয়া বহে শীতল
এই মনোমুগ্ধকর তোরই বিকাল।


সকাল হবে ভর দুপুরে
ভোরের স্বপ্ন শেষ হবে পাখির সুরে সুরে,
ঘুম ভাঙ্গেবে ছেলে মেয়েদের অকারন চিৎকার
ছেলে বেলার স্বপ্নের দেশে চলে যাবি অাবার।


নিশিত কালো নেশার রাত্র উন্মুক্ত
বাজবে না মধ্যরাতের প্রহরীর সাবধানের শব্দ,
ঘন মাতাল কুয়াশা অাগলে ধরবে অানন্দের বেশে
চল যাই কিছু দিন থাকি অানন্দের দেশে।


শান্ত প্রকৃতি, স্তব্ধ বারি ধারা
রং অকৃতিম, মন অাজ পাগল পারা,
দুই বাহু উর্দ্ধ পানে তুলিয়া
প্রান খুলে মনকে বলো ডাকিয়া,
চল যাই অানন্দের দেশে
মাতিয়া বেড়াই মনের উল্লাশে।