অন্তরে ব্যাথা নিয়ে, মনের মানুষকে ফেলে দিয়ে
এভাবে কেউ চলে যেতে পারে না।


ঘর, সংসারের মায়ার দরজা ভেঙ্গে,
রং বেরং এর শাড়ি ফেলে দিয়ে কেউ চলে যেতে পারে।
পারে আবির এর রং গায়ে না মাখতে।
প্রভাত হওয়ার আগে, রাতের অন্ধকারে
আমার অন্তরে এভাবে কেউ ব্যাথা দিয়ে
চলে যেতে পারে না।
না, এভাবে কেউ চলে যেতে পারে না।


সবে মাত্র কলীর একটি একটি পাঁপরী,
রাতের মিলনে, অন্ধকারে পাখা মেলতে শুরু করেছে
গন্ধো ছড়াচ্ছে শিড়ায় শিড়ায়।
গভীর গহব্বরে পাঁপরী পাখা মেলার গন্ধ ছড়ানোর আগেই,
এভাবে কেউ চলে যেতে পারে না।
এভাবেও কেউ চলে যেতে পারে না।