সকলেই যখন তন্দ্রার অালো মাখিয়া
নিরবে নির্ভিতে অাপনকে নিয়া অাছে মাতিয়া
অামি তখন তোমায় খুজিয়া
অামার অন্তর মন্দিরের অাছি অাসন পাতিয়া।


তোমা হতেই অামি সৃষ্টি
তাই অামাতেই অাছে তোামার অস্তি
যেমন মেঘ হতেই বৃষ্টি
অাবার বৃষ্টির মাঝেই মেঘের অস্তিত্ব।


সকল প্রবেশ দ্বার বন্ধ করিয়া
অামি কান পাতিয়া অাছি
অামার অন্তরও মন্দিরের জানালায়
অামার মধ্যেই তোমার নিবির চলা
জ্বালিয়ে রেখেছো অালো সকল বেলা।