তুমি আছো বলেই
নীল আকাশে শুভ্র শারীর আচল
ক্লান্তি ছেরে অবশাদ ভুলে
মন আকাশে সাজিয়েছি রঙের মহল।


ঢাকের তালে ধূপতী তুলে
শৈশবে ফিরে যেতে চাই
আয় একটি বার আয়
নেচে গেয়ে শৈশবে ফিরে যাই।


অপূর্ব তোমার রূপ মহিমা
প্রতি বারই দুই চোখ ভরে দেখি
যদি একবার তোমায় না দেখি মা
মনে হয় এবার আমার সবই ফাঁকি।


তোমায় ঘিরে বাসনা কত কল্পনা
কামিনীরও কাম যেগে যায়
কাম সাগর পার করার সাধনা


খুজে পাই যেন তোমার মোহনায়।
অলংকার রঙে সাজিয়ে তোমায়
মহানন্দে আমি যেন চিরমহান
তোমায় ছেরে যেতে আমার পরমান্দ
সবই হইল ম্লান।