অামরা অাছি, অামরা পাড়বো
তুমি দেখিয়েছো অামাদের পথ
কি ভাবে পার হতে হবে এই ধরণীর পথ
প্রতিনিয়ত ঘাম ঝরতে থাকবে
অফুরন্ত অসীম শেষে
এক ফোটা রক্ত বিন্দু কনা হবে সর্বশেষ।


তোমা হতে শিক্ষা
কত শক্ত হাতে
অাদরের বিন্দু কনা
অশ্রু হয়ে ভেষে যায় শূন্যেতে।


জানি অামার ছন্দে মিল পাবে না
অামার গন্ধে তোমার বক্ষও জুরাবে না,
তোমার বক্ষ যে
গরম শিশা পরে পুরে ছাই হয়েছে
অার তাকে পোড়ান যাবে না।


তবুও জল দিতে পারি যেন প্রতিনিয়ত
অাদর সোহাগ অার ভালবাসায় অবিরত,
তাতে ফুল ফুটুক অার নাই বা ফুটুক
প্রতিক্ষণ দেখতে পারি যেন তেমার অবিরত প্রেমের মুখ।