যেখানে কষ্টের উৎপত্তি
সেখানে আমি বার-বার ফিরে যাই,
ব্যাথায় হৃদয় না পুরলে,
তোমার হৃদয়ের গন্ধ পাবো কি?
তোমার বারবার তারিয়ে দেওয়া,
আর অবহেলার আঘাত পেতে আমি বারবার আসি,
তারিয়ে দেওয়ার আঘাত না পেলে,
কাছে টেনে বুকে জরিয়ে নেওয়ার আনন্দ পাবো কি?
আমি প্রেম কি বুঝে গিয়েছি,
একটু ব্যাথা, একটু যন্ত্রণা না পেলে
আরোগ্য লাভ হবে কি?
অন্তরে, কষ্টের কালো মেঘ না জামলে,
বৃষ্টি, অঝোর ধারায় ঝরে,
উজ্জল দিন আসবে কি?
নারী ছিরে যন্ত্রণা ভোগ করেই,
মাতৃত্বের প্রকৃত স্বাধ পাওয়া যায়।
যন্ত্রণা বিনে কলঙ্কিনী রাধা হওয়া যায় কি?