কে, কে আছো এখানে
শূন্য জায়গা, কিন্তু মহাশূন্যের মতো বিস্তৃত
সব জায়গায় এই তোমার অবস্থান
তোমাকে দেখিতে পায় না কেন আমার দুই নয়ন।
এখানে দিবা নিশী নেই
থাকলেও দিনে সূর্য রাতে চাঁদের মতো তার পদচারন।
সকালে কোমল চাঁদের মতো
মধ্য গগনে তেজ দিপ্ত
গোধূলিতে নিস্তেজ ক্লান্ত অবয়বে তার আগমন।
চাঁদনী রাতে আপন আলোতে সৌন্দর্যীত
অমাবস্যায় জ্বালায় সে আমায়
মিলনের জালায়।


কে তুমি আছো আমার প্রান ও মনে
এসো আমার সম্মুখপানে
দেখা দাও আমার প্রানের রূপে।
এবার ও যদি না পাই দর্শন
তা হলে আমার বৃথাই জনম
চরণ ছাড়া করো না মোরে
জীবন ছাড়া করো।