সুবল তুই কিছু কি বলবি সুবল, বল
সৃষ্টি তোরে করেছে বিকল
তোর কি কিছু আছে বল সুবল?
তোর মুখের জড়তা এখনও আছে
তুই হাটিস সমাজের বড় লোকেদের পিছে পিছে,
এই সমাজ তোর কাছে শুধুই মিছে।
তুই এখনও জানিস না চালাতে কলমের কল
কি বলবি সুবল,
তোর কিছু কি আছে বলার বল?


তোর অন্যায়ে বিচার বসেছে
বিজ্ঞ ব্যাক্তি বর্গ্ সমাজের দল,
তোর ন্যায় এখানে অন্যায়
তোর বলা এখানে গালা গাল,
তুই বরং সকল শাস্তি মাথায়নে, সুবল
এই ভেবে যে তুই তো সরল
এ ছাড়া কি ভাববি তুই সুবল?


ওদের করা বড় বড় অন্যায়
তোর অগোচরে হয়ে যাবে ন্যায়,
ওরা তোর কাঠগড়ায় দাঁড়াবে না
ওদের টাকা-করি-বাড়ি বহু তালা।
এবার তুই থাম,
তুই তো জান যে তুই তোতলা,
তোর অন্য জোটে না দুবেলা
তুই আর কি বলবি বল সুবল?


সমাজের সাথে এভাবেই মিলিয়ে চল
রুদ্ধ করে দে সকল বলা,
তুই এই সমাজের অবলা
আর ভাঙ্গা বেহালা।


উঁচু করে যদি কথা বলিশ গলা
কালো ধোঁয়া অবরুদ্ধ করে দেবে তোর বলা,
কথা বলিশ যদি মঞ্চে
তোর উপর পড়বে সকল লাঞ্চনা,
চার পাশে থাকবে যন্ত্রার কাটা তার
সমাজ করে দেবে তোকে একঘর।


তার থেকে ভাল
তুই তোর কথা একলা বল,
দিশে হারা পথে চল
সব কথা তোর এখানেই শেষ সুবল।