তোমায় ভেবে অামায়
পৃথীবি সহ ঘুরে অামার মধ্যে
তোমার এক বিন্দু অমৃত শুধা রসে
অামি শূন্যে ভাসি তোমার সাথে বসে।
তোমার নাম অমৃতে অামার শক্তি
সেই শক্তিতে অামি পথ খুজে পাই মুক্তির
অামি তোমা হতেই সৃষ্টি
অামাতেই তোমার প্রকাশ।
অামায় এক বিন্দু অালো দেও
তোমার শক্তি করতে বিকাশ।


জলও শীতল নয়, শিশিরও শীতল নয়
ঝর্নার জলও শীতল না
তোমার শ্বাশ প্রশ্বাস যে শীতল
অামি অবগাহন করতে চাই এই সলীল।


তোমার একটি নবীন প্রেম বীজ
বুনে দেও অামার অস্তি মজ্জায়
চাঁদ সূর্যের মত হয়ে অাদিম
অামিও থাকতে চাই চির নবীন।


এই সময়ের মধ্যেই অামার অাকাশের
কত পাতা প্রবীন হয়ে ঝরে গেল
তোমার অাকাশের প্রতিটি তারা
অাজও নবীন হয়ে জ্বলে।


তোমার অসীম দীপ্তময় তেজ
কার সাধ্য যাওয়া তোমার কৃপাবিনে
প্রভাতের সূর্য হয়ে অাসো তুমি
ভক্তের হৃদয় মনে
একলা নির্জন বনে।