তোমার যাকে ভাল লাগে,
সে থাকে ঐ অদূরে,
তোমার অবহেলিত চোখে দেখা
কোন এক মাটির ঘরে।


তুমি যে মন ভালবাসো,
সে মন আবৃত্ত দূষিত রক্তে, মাংসে।
কুশ্রী অবয়বে, বিশ্রী চেহারায়
তোমার মন চোখ যা দেখতে না চায়।


তুমি আশা করো যে উদাসীনতা
তা কেবল এক নেশা খোরের ভাবনা,
যে চিন্তাহীন বোধে পথ চলে
আমার বেখেয়ালে তুমি পাশ থেকে চলে গেলে।


তোমার ভাল লাগে যে কবিতার লাইন,
সে তোমার রসে উৎপত্তি।
তোমার রসেই তোমায়,
করিতে চাই তুষ্টি।