(মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর সব শিশুদের জন্যে উৎসর্গ )

ইস্কুল, গ্রন্থাগার, ফুলের বাগান, জাদুঘর
যাকিছু ইচ্ছে তোমাদের সব ধ্বংস করে দাও --
শুধু শিশুদের রেখে এসো দূরে কোথাও- --
বারুদ-গন্ধহীন খোলা আকাশের নীচে,
সে যদি অরণ্য হয় সেও ভালো
আজ এই ধ্বংসযজ্ঞের চেয়ে অরণ্য নিরাপদ বেশী।
যুদ্ধ তোমাদের কাছে বিপণন
ধ্বংস তোমাদের কৃষ্টি ও রুজি
তোমাদের কখনো হবেনা বোধোদয়
তোমাদের শহরে শিশুরা নিরাপদ নয়।


শিশুদের  কি যায় আসে
তোমাদের রাজনীতি-যুদ্ধ-উল্লাসে।
যদি চাও --ওরা যাবে গহীন অরণ্যে,
শ্বাপদ সংকুল বনবাসে।
যে উদ্বাস্তু পিতৃহীন শিশু---
মৃত মায়ের শরীরের শেষ উত্তাপ নিয়ে  
এখনো বেঁচে আছে --- তোমরা তাকেও ভাবছো মৃত।
হাত রাখো একবার ওর বুকের উপর----
ও এখনো বেঁচে আছে মাতৃভূমির ধুলোমাখা নিঃশ্বাসে।


ওকে অরণ্যে পাঠিয়ে দাও ---
ওর কেউ নেই আর এই নষ্ট শহরে,
ওর জন্যে বনের পশুরাও নিরাপদ বেশী
তোমাদের কাছে ওর চাইবার কিছু নেই----
তোমরা ভন্ডের দল যুদ্ধবিলাসী।