একাকীত্ব অপেক্ষার প্রহর বাড়ায়
করে শক্তি শঞ্চয়,
জয় করে বিষন্নতার মাউন্টেন এভারেষ্ট!


দু:খকে বরণ করে যে সুখ ভেবে
স্নান করে,অশ্রুর নোনা জলে;
পৃথিবীর সকল সুখ তো তার হাতের নিকটে।
চাইলেই ভাসতে পারে সুখের ফোয়ারায়
আনতে পারে ভাঁটার নদীতে জোয়ার!


বিরহী বাশিতে নিভৃত যতনে সুখের সুর তোলে
মুক্তমনায় ভর করে,
ডানা মেলে উড়তে পারে আকাশের বুকে।


মাটি খুঁড়ে যে কবর দিতে পারে নি যন্ত্রনাকে
সবার আড়ালে মুখ লুকিয়ে,
বৃষ্টিতে ভিজে;
নীরব অভিমানে সে শুধু  নিজে'কে ভুল বুঝেছে!