ধোঁয়া মেঘে বিবর্ণ প্রকৃতি
বৈরী আবহাওয়া!
চলছে রোদ বৃষ্টি খেলা।
এমন সময়ে মেলাচ্ছি বসে জীবনের নকশা।
মাথার উপর একটা কাক ডাকছে কা কা!


নিশাচর পাখির মতো মাট ঘাট নদী সমুদ্র পারি দিয়েও
মেলাতে পারি নি শান্তির সুবর্ণ দ্বীপ!
যেখানে বসে দু দন্ড শান্তি মিলবে আমার অবেলায়।


জীবনের সমান্তরাল রেখা
শুয়ে আছে লতা পাতা হয়ে সারাবেলা!
চেয়েছি একটা স্বচ্ছ জলের বরফ গলা নদী
পেয়েছি খাঁ খাঁ মরুভূমি!
তবুও আলহামদুলিল্লাহ! তুমি খুশি তো সৃষ্টিকর্তা.?


একদিন কার্বনের আধিক্য হবে বাতাসে,বাতাসে
আনুপাতিক হারে অক্সিজেনের মাএা কমে যাবে,
আমার শ্বাস নিতে কষ্ট হবে!
প্রেমিকা পরবে অতৃপ্তির শাড়ী,
আকাশ ভরে যাবে মেঘের ঘন ঘটায়!
শীতকাল না,তবুও ঝরে পরবে বিবর্ণ পাতাটা।