বার বার যখন তোমার দরজায় কড়া নেড়েছি
তখন তো বলো নি,ভেতরে এসো!
বরং ভেতর থেকে গম্ভীর গলায় বলেছিলে-
আমি অনিরাপদ!
তবে আজ কেন উড়ো চিঠি দিয়ে ডাকা.?
যতবার তোমার দরজায় কড়া নেড়েছি
তিরস্কার আর অবজ্ঞা হাতে নিয়ে বাড়ি ফিরেছি।


লাল চোখে দেখেছি কত কিছু পেয়েছে আশ্রয়
শ্যাওলা দেয়ালে,বৃষ্টির পানি নদে।
মেঘ গগনে,জোছনা এই ভুবনে।
অথচ আমার বেলায় তুমিই কেবল উদাসীন ছিলে।


ভীষণ অভিমান আর এক বুক দীর্ঘশ্বাস নিয়ে
জরাজীর্ণ আমি নিমগ্নে হেঁটে,এসেছি সমুদ্র উপকূলে।
বিসর্জন দিয়েছি তোমায়,তাঁর জলে।
সে দিন দরজা খুললে দেখতে পেতে
ছুরি নয়,হাতে পুষ্প ছিলো!
তাহলে আমার অভিমান ও আজ ভালোবাসায় পরিণত হতো।