আজো জীবন খুঁজি আঁধারের চোরা গলিতে
রাস্তায় শোয়া জরাজীর্ণ মানবের
বিবর্ণ চেহারাতে!
ল্যাম্পপোস্টে ম্লান আলোয় দেখি,
মরতে মরতে বেঁচে থাকা অদ্ভুত মানুষ গুলোকে।
আর ভাবি জীবন মানেই বুঝি-
সব হারানোর মাঝেও যেন ছোট্ট একটি আশা!
হাজার ভিড়ের মাঝে নিজেকে চেনা।
অমাবস্যার বুকে প্রদীপ শিখা রোপণ করা।
প্রাপ্তি অপ্রাপ্তির খাতা ছিঁড়ে-
রক্ত মাংসের শরীর টাকে জীবনের তরে
উৎসর্গ করা।