রোজ বিকেলে তুমি বারান্দায় আসো বলে
এর পরের শতাব্দীতে আমি,
পরন্ত বিকেলের রৌদ্র ঢাকা এক ফাঁলি
মেঘ হতে চাই!


উওাপ দুপুর রোদ্রে তুমি বিশ্রাম নেবে বলে
এর পরের শতাব্দীতে আমি,
বৃক্ষ হয়ে জন্মাতে চাই!


উদাসী বিকেলে তোমায় বিমোহিত করার জন্য
এর পরের শতাব্দীতে আমি,
বসন্তের কোকিল হয়ে ফিরে আসতে চাই!


রোজ প্রভাতে তোমার ঘুম ভাঙানোর জন্য
এর পরের শতাব্দীতে আমি,
ভোরের ঘুম ভাঙানিয়া পাখি হতে চাই!


তোমার মননের ঝলসে যাওয়া পুষ্পগুচ্ছদের
সজীবতায় ফিরিয়ে আনতে!
এরপরের শতাব্দীতে আমি বৃষ্টি জল হয়ে;
টুপটাপ করে তোমার হিয়ার মাঝে ঝরে পরতে চাই!


তোমার শরীর থেকে অমাবশ্যার ঘুটঘুটে কালো
অন্ধকার ছায়াকে দূর করার জন্য;
এর পরের শতাব্দীতে আমি,
পূর্ণিমার চাঁদ হয়ে ঠিক তোমার মাথার উপর
টিউব লাইটের মত জ্বলে উঠতে চাই!


এর পরের শতাব্দীতে আমি তোমার
মধ্যবয়সী জমানো সকল দু:খ কষ্ট হতে চাই!
ভালোবাসা দিয়ে তোমার হৃদয়ের সকল
দু:খ কষ্ট কিনে নেব অবলীলায়।


এ আমার শতাব্দীর চাওয়া
উৎসর্গ করলাম তোমায় প্রিয়তমা!