মন থেকেই মূলত সম্পর্ক গুলোর বিচ্ছেদ ঘটে
তবুও মানুষ ভিলেন বানায় ব্যস্ততা'কে!
কেন.?
আমি এর কারন খুঁজেছি।


একাকীত্ব কে ভালোবাসতে পারলে আর কাউকে দরকার হয় না।
কারন একাকীত্বের মত নিবিড় সঙ্গী দ্বিতীয়'টি নেই।


একাকীত্ব যখন আঁকরে ধরে
আঁষ্টে পৃষ্ঠে জাপটে রাখে,
তখন মানুষ সম্পর্কের বাঁধন আলগা করে।
ফোনের ওপাশ থেকে নেটওয়ার্ক ছুঁয়ে
মৃদু শব্দ ভেসে আসে "আমি ব্যস্ত এখন রাখছি"।
এর পর শুরু হয় অপেক্ষার প্রহর..!
একটা সময় অপেক্ষার গায়ে জল পরে ঘুম ভাঙ্গে যখন দ্বিতীয় তৃতীয় বার একি শব্দ কানে বাজে!


অপর পক্ষ তখন ঢের পায় এটা উপেক্ষা
আর নয় অপেক্ষা!
বিরূপ আচরণ সইতে পারে না।
শেষে ইতি..
আমি আপনি নাম দেয় নিয়তি।
এটি ভাঙনের একটি চলমান রীতি!


**
হায় একাকীত্ব!
তুমি দেও আমায় অবসর!
প্রিয়া মোর পানে তাকিয়ে আছে সর্বক্ষণ!
সে আমায় ভেবে অশ্রু জলে সিক্ত করেছে দু'আঁখি!
তবুও জানি না কেন.? কোন তৃপ্তিতে.?
আমি তোমাকে ভালোবাসি,তোমাতেই স্থির থাকি!