কতটা  ভালোবাসি  তোমায়
   তা বলে বুঝাতে পারব না
তবে মাঝে মধ্যে চেষ্টা করতাম।
   আমি তোমাকে বলতাম
        তুমি আমার হৃদয়ের স্পন্দন
  বলতাম, তুমি জান,তুমি প্রাণ।
          তুমি করনি বিশ্বাস
   আমি তোমাকে বলতাম
        তুমি আমার দুনিয়া আমার সুখ
  বলতাম বেঁচে থাকার আশা ভালোবাসা।
         আমি তোমাকে বলতাম
  তুমি আমার নিঃশ্বাস
         দেখ নিয়তির কি নির্মম পরিহাস
  তুমি কখনো  করনি আমায়
          এক বিন্দুও বিশ্বাস।
  আমার কষ্টে কাঁদতে তুমি
          যেন আকাশ থেকে অঝর বৃষ্টি
  আমার সুখে হাসতে
            যেন ঝর্ণার বুকে মুক্তা ঝড়া জল।
   আমি ভাবতাম এই বুঝি
             আমার প্রতি লুকানো  ভালোবাসা  
  বুঝিনি তা অভিনয় আর উপহাস
               আর আজ........
  তোমার অভিনয় আর উপহাসকে ঘিরে
           আমি ইয়াসিন রচনা করি
  হাজারো কবিতা হাজারো ইতিহাস।



লেখার সময় :২৮শে সেপ্টেম্বর ২০১৮ইং
বিকাল :০৪টা ৪৭মি.