ঘুম,কোথায় তুই?
দুচোখে দেখা পাইনা যে তোর
   এই ঘন বর্ষা রাতে
তুই আসবি না নিয়ে ঘুমের ধুম।
   কেন আসবি না তুই?
ফেনের বাতাসে তো ঠাণ্ডা আছে রুম
    কেন আসবি না--
    ও আমার প্রিয় ঘুম।
কত অধীর আগ্রহে অপেক্ষা করে আছি
    তুই আসবি!
কিন্তু কই? তুই আসিস না তো!
আসে শুধু ঝর্ণার স্রোত ধারার মতো কষ্ট
তুই আয়,তবেই শেষ হবে কষ্ট
ও আমার জীবনের শেষ ঘুম।