কথা ছিল তুমি আসবে  
              কই এলে না তো!
          নীল প্রজাপতির মতো-----
       কোথায় যেন হারিয়ে গেলে।    
        তোমার দেওয়া কাপ নিয়ে---
            আজও বসে আছি,
  তুমি এলে দুজন একসাথে কফি খাব।
          সে যে কত অধীর অপেক্ষা
   সে দিনের মতো আজও হাটব দুজন---
            সুদীর্ঘ সেই রেল লাইনে
             দুজন হারাব দুজনায়।
সে যেন ঝর্ণার স্রোত ধারার মতো অপেক্ষা
               কই,এলে না তো!
      বৃথা আমার এই অপেক্ষা।
জানতে চাইবে না,আমি কেমন আছি?
তোমার অপেক্ষা করে,আজ আমি বড় ক্লান্ত!
আজ  আমার জীবন যেন মেহেদী পাতা
     উপরে সুস্থ আর ভিতরে রক্তাক্ত।
           পাতারতো শেষ আছে
            শুকিয়ে ঝড়ে যায়।
     কিন্তু,শেষ হয় না এই অপেক্ষা
        যত দিন প্রবাহমান থাকবে
         পদ্মা,মেঘনা ও শীতলক্ষা
      ততো দিন এই ইয়াসিন করবে
                তোমার অপেক্ষা।