স্বর্ণ লতা,পরগাছার মতো বাস করা তোর রীতি
  তবে কেন পরগাছার মতো বাস করে স্মৃতি!
     স্মৃতি সে তো ফুল হয়ে জীবনে আসে
           ধরে দেখি এ ফুল নয় বেদনা,
   আমার জন্য তোর কেন এতো স্বজন প্রীতি।
       তুই তো আমার জীবনে কষ্টময় স্মৃতি
  আমার মতো প্রেমিকদের কাঁদানো তোর রীতি।
  যার জীবনে আসিস তুই  সুখের ছোঁয়া  নিয়ে
                 সেই তো ভাগ্যবতি।
    আর যার জীবনে দুঃখ নিয়ে আসিস
                 সেই তো দূর্ভাগ্যবতি।
      স্মৃতি  তুই তো সেই  রমণীর ন্যায়
       যে  কিনা সাজায় একটি জীবন
      আর ধ্বংস করে হাজারো  জীবন।
           ও আমার যন্ত্রণাময় স্মৃতি
     কবে হবি আমার জীবন থেকে ইতি।