তুমি কি এখানে এবার নতুন নাকি?
ডাকিবো তোমায় কোন নামে ডাকি?
সবাই জানে আমি কোকিল পাখি।
বসন্তে আমি কুহু কুহু ডাকি।
নতুন তবে আমি বন্দি পাখি।
আমি ময়না, শ্যামা আর ও দোয়েল পাখি।
এখানে তো সব জগৎ ফাঁকি,
আমরা তো সব বন্দি পাখি।
জানো বসন্তে আমি কত স্বপ্ন আঁকি,
এখানে তো দেখি সব স্বপ্ন ফাঁকি।
কিভাবে এখন ডালে ডালে ঐ কুহু কুহু ডাকি?
এখানে আমি নাকি তাদের শখের পাখি।
হায়! আমি এখন বন্দি পাখি।
কবে হব আমি মুক্ত পাখি?
বলবে কি ভাই ময়না, শ্যামা আর দোয়েল পাখি?
ডালে ডালে উড়ছি আমি; তাই স্বপ্ন দেখি।
এখন তো আমি তাদের বন্দি পাখি।
হায়! আমি বসন্তের ঐ কোকিল পাখি।