আমি দেখিলাম তারে,
কৃষ্ণচূড়ারও পাড়ে; কোন সে হে?
প্রীতও গীতও গাহে!
আহা! গুনগুন গাহে,
ভোরেরও পাখিরও ছন্দে।


আমি দেখিলাম তারে,
প্রেমেতে মত্ত, লোচনও নৃত্য ছন্দে!
আহা! কী আনন্দে গাহিছে সে;
হাতে লয়ে বকুল ফুলেরও গন্ধে।


আমি দেখিলাম তারে,
নৃত্যে তাহার কাঁকন বাজিছে!
ছন্দে নূপুরও পায়ে।


আমি দেখিলাম তারে,
কলিতে কলিতে বলিছে কারে?
রাখিবে তারে আপন হৃদ মাঝারে।