বংশপত্রে বংশিতে ডাকিগো কারে?
কোথা হে তব চরণও গৃহে পলায়ে?
দাঁড়ায়ে দিঘিরও পারে; ডাকিগো তারে।
দেখগো আঁখি বাতায়ন দ্বারে লুকায়ে।
'গৃহ ত্যাগ'রে সখী হে; নীরবে তিমিরে।
গীতিতে প্রীত হইবে তোমাতে আমাতে,
মিলনে বিরহ ত্যাগিবো সখী তোমাতে।
সখী ত্যাগ'রে চরণে; ডাকিগো নিবিড়ে।


ওহে সখীরও চরণ ধ্বনি বাজিছে।
তাহে চরণও নৃত্যে, বদনও ছন্দে;
তালও হে মিলায়ে; গুনগুন গাহিছে।
বাহুতে বাহুতে মিলনে তাহে, আনন্দে।
ওহে কোন স্পর্শে গো আত্ম তৃপ্ত-করিলে?
তব বাহুতে হে; এ কুঞ্জে স্বর্গ-গড়িলে!