তাহারই খতে; তাহা করিছে ব্যথিতে!
ভাজক এবার ইহাতে হাস্য করিবে।
হায়! একোন নৃত্যতে চিত্র; অগ্নি চিত্তে?
আপন মগ্ন চিত্তবৃত্ত, ভাজ্যে ভাঙিবে।
স্বপ্নে, মিত্র নাকেতে নথও পরাইতে:
পারিলে, আপন করিত সে এক লগ্নে।
রাখিত তারে আঁখিতে; হায়! স্বপ্ন ভগ্নে:
আঁখি জলছল; মিলিবে না সে পারিতে।


মৃগতৃষ্ণা দর্শন, তোমারও বিয়োগে।
আসিলে, দেখিবে, গীত গাহিছি বিরলে।
জানিবে, দেখিবে, বলিবে আমাতে ভাগে;
নিত্য কাঁদিছে মিত্র আমারও নিরালে।
যদি ফিরিবে; আবারও তোমাতে যোগে:
বংশীতে সুর উঠিবে, এক সুরালে।