তুমি শিশির ভেজা সেই ফুলকে, ছুঁতেগিয়ে,
                                    এখনও ছুঁয়ে দেখনি?
তুমি সেই পথটাতে হাটতে গিয়ে,
                  আমার আমিকে ধন্য এখনো করনি।
তুমি সেই বৃষ্টি বেলায় আনমনে ভালোবাসি
                               একথা এখনো ভাবোনি।
তুমি বৃন্দাবনের ঘর ছাড়া বাঁশিতে সেই মেয়েটি
                                এখনোত হতে চাও নি।
তুমি বকুল হাতে; পরাবে আমায় সেই অভিমানটি
                                এখনও তোমার হয়নি।
তুমি সন্ধ্যা প্রদীপ, নিভে যাবে ভয়ে হৃদদ্বয়ে শব্দটি
                           এখনও তুমি শুনতে পাওনি।