মনের মাঝে আছে যে
দৃষ্টি শক্তির বাহিরে সে,
আঁখি মাঝে যায় না দেখা
হৃদয় মাঝে আসে বসা।


এক পা দু পায়ে এসে কাছে
হাতটি ধরে বসে পাশে,
অনুভব অনুভূতি পাই সবি
দেখি না আমি দেখে অন্তর্যামী।


চুপি চুপি বলে কথা
মিষ্টি হাসি হেসে,
কর্ণে শুনিনা দেখি না চোখে
তবুও উত্তর দেই মনে মনে।


রিমিঝিমি বাজিয়ে নুপুর
সকাল বিকাল সন্ধ্যা দুপুর,
হৃদয় মাঝে তার বিচরণ
দেখে মন দেখে না দুই নয়ন।


প্রতিটি রজনী নিদ্রা কালে
ঘুম ভেঙে যায় তার পরশে,
হাত বাড়ালে পাই না পাশে
অনুভবে আছে সে মিশে।


দৃষ্টি শক্তির মধ্যে পেলে
প্রয়োজন বলে তাকে,
আঁখিতে নয় দেখি মনে
প্রয়োজন নয় প্রিয়জন সে।