যতো অভিমান তোমার
আমাকে ঘিরে,
মিটিয়ে দিবো একদিন
প্রজাপতি হয়ে এসে।


রঙিন ডানা মেলে
উরে বেরাবো আঁখি মাঝে,
আলতো করে ছুঁয়ে দিবো
ভালবাসার আবেশে।


নদীতে আসবে জোয়ার
কলিতে ফুটবে ফুল,
ফুলে ফুলে মধু মুলে
খেলা করবো প্রজাপতি হয়ে।


গাইবো নতুন সুরে গান
ফিরবো না আর,
সুভাষে সেদিন তোমার
হবো আমি  উন্মাদ।


আমি আসবো ফিরে
প্রজাপতি হয়ে তোমার কাছে,
সমস্ত অভিযোগ অভিমান
নিমেষেই স্পর্শে করব সমাধান।