বিলিয়ে দিবো সমস্ত অমূল্য ধন
বিনিময়ে চাই শুধু তোমার মন,
যদি আসো আমার রানী হয়ে
স্বর্গের পরী সাজাবো তোমাকে।


আকাশের কালো মেঘে তর্জনী ছুঁয়ে
কাজল পড়াবো তোমার দুটি নয়নে,
খোপায় দিতে তোমার করবো না ভুল
নিজ হাতে পড়াবো আমি সমুদ্র কুসুম।


দিবো না নোলক দিবো শুকতারা
মিটি মিটি করে জ্বলবে সারা বেলা,
সমুদ্র তলদেশ থেকে এনে হীরা পান্না
গলায় পড়াবো মালা ওগো অনন্যা।


তোমার জন্য ছেড়ে আমি জাত কূল
কর্ণে দিবো সখি ঝুমকো লতার ফুল,
পশ্চিম আকাশে সূর্য পড়লে ঢলে
আলতা দিবো গোধূলির লাল রং এনে।


তোমায় নিয়ে পৃথিবী করে অতিক্রম
চাঁদের দেশে দুজন করবো গমন,
এক পা দু'পা করে এসো মোর ঘরে
  হৃদয় দুয়ার আমি রেখেছি খুলে।