আর কয়টা দিন ধৈর্য ধরো
এইতো আসছি চলে,
দুজন মিলে কাটবো সাঁতার
ভালবাসার উজান নদীতে।


রাগ করে না টিয়াপাখি
আসবো অতি তারাতারি,
তুমিহীনা ছটফট করে মন
বুকের খাঁচা শূন্য এখন।


অমাবস্যা নিশ্চয়ই যাবে চলে
পূর্ণিমার চাঁদ উঠবে হেঁসে,
তোমার হাতে রেখে হাত
জ্যোৎস্না দেখবো সারা-রাত।


চাঁদের আলো বানিয়ে বাতি
দেখবো তোমায় সারা রাত্রি,
জোনাক হয়ে মিটিমিটি করে
জ্বলবো তোমার চারপাশে।


মৃদু দখিনা হয়ে হাওয়া
তোমার গায়ে দিব ছোঁয়া,
ভালোবাসার শীতল পরশে
উত্তপ্ত হৃদয় যাবে জুড়িয়ে।


ভালোবাসার কাননে জানি
ফুটেছে তোমার রঙিন ফুল,
মধু নেওয়ার জন্য আমি
হয়ে আছি ভ্রমর ব্যাকুল।