মেঘ জমেছে ঈশান বুকে
ভাসছে কালো ভেলা,
বেদনা গুলি জটলা বেঁধে
করছে মনে খেলা।


চারদিকে করছে যেমন
আলো ছায়া খেলা,
হৃদয় মাঝে মিলছে তেমন
দুঃখ কষ্টের মেলা।


হাওয়া বাতাস বন্দ হয়ে
রয়েছে ভুবন গোমড়া মুখে
বুক ভরা কষ্ট পুষে
মুখে কি আর হাসি আসে।


আকাশ মাটিতে নিরবতা
বৃষ্টি দিচ্ছে আগমনী বার্তা,
বেদনার অশ্রু আসবে বলে
নিরবতা অন্তর জুড়ে।


হঠাৎ করে চমকে বিজলি
গগন ঝরাচ্ছে অঝোরে বৃষ্টি,
অতি কষ্টে পায় মলিন হাসি
নয়ন জলে যায় বুক ভাসি।