মানুষের রূপে পশু সবাই
মনুষত্ব কোথায় পাই,
বিবেক বুদ্ধি ছিল যা
কেড়ে নিয়েছে সব ক্ষমতা।


চরিত্র আছে সবার মাঝে
সচ্চরিত্র গেছে দুনিয়া ছেড়ে,
মিথ্যাবাদী পায় সংবর্ধনা
সত্যবাদীর জোটে শুধু লাঞ্ছনা।


বেহায়াপনা চারিদিকে আদব
লে হাজ কোথায় পাবে,
করবে যে আদব লেহাজ
দেয়া হবে তাকে বনবাস।


স্বার্থ আর ক্ষমতার মহে
মানুষ খাচ্ছে মানুষকে ছিড়ে,
সৎ লোক কে করে বিদায়
শেয়াল শকুনে জয়গান গায়।


সিংহাসনে বসিয়ে হায়না
নেকড়ের দল করে বায়না,
অত্যাচার আর অবিচারের
সাজা যেন কখনো হয়না।