আবেদনময় দেহ তোমার
ফর্সা গায়ের রং
বাহিরে বুঝায় পুষ্প কানন
ভিতরে ভয়ংকর জঙ্গল।


মিষ্টি মিষ্টি কথা তোমার
শোনায় যেনো সুধা অমৃত,
কাছে আসলে বুঝাও তুমি
কথা ছিলো বিন বাঁশির সুর মাত্র।


কাজল কালো আঁখি তোমার
হরিণীর ন্যায় মায়াবী শান্ত,
স্বার্থে আঘাত পরলে তোমার
প্রমাণ হয় তুমি নেকরে ক্ষুধার্ত।


বাহির থেকে দেখতে তুমি অপরূপা
অতি সুন্দরী জ্ঞানী গুনী রূপসী,
ভিতরটা অগোছালো অন্ধকারাচ্ছন্ন
পুরো টাই তুমি মাখন ফলের মতো।


সমাজের চোখে ভদ্র তুমি
ব্যবহার সুন্দর সুশোভনীয়,
সত্যিকার অর্থে ছলনাময়ী তুমি
তোমার হৃদয়টা ফাঁসির মঞ্চ।