মধ্য রজনী নিদ্রাহীন দুটি আঁখি
অপলক দৃষ্টি আকাশের দিকে,
হাজারো তারা মিটিমিটি জ্বলে
তোমার মুখটা চাঁদের মতো হাসে।


মাঝে মাঝে এক খন্ড কালো মেঘ
ডেকে ফেলে জোছনা ছড়ানো চাঁদ,
মন বলে অনুভবে লজ্জা পেয়ে মুখ
লুকিয়েছো শাড়ির আঁচলে নির্ঘাত।


জোনাকি পোকা মিটি মিটি জ্বলে
ভাবি চুপি চুপি আসছো তুমি কাছে,
গভীর রাতে জিজি পোকা যখন ডাকে
তোমার গুন গুন গান আমার কানে বাজে।


উল্কাপিণ্ড যখন ছুটে আকাশ থেকে
তোমার মুক্ত ঝরা হাসি ভাসে নয়নে,
রজনীর নিদ্রারার সাদ আমি পাবো
কোথায় খুঁজে তুমি যে বহু দূরে।