আমি পৃথিবী ঘুরেফিরে দেখেছি কত মুখ,
হয় না শত মিলিয়ে স্মৃতিপট বিলিয়ে,
ক্লান্ত হই পরাজিত রই
হয়না মনের সুখ,
পাইনা খুঁজে কোথাও বা কোণে আমার মায়ের মুখ।
সেই তো ছোট্ট ছিলাম,
ছিল মায়ের কোল,
ছিল আদুরে কত নাম।
আমাকে আমি হারিয়েছি কত,
ফিরে পেয়েছি বেশ কয়েক শত।
লাগেনি কখনো কোথাও গিয়েও সেই মুখ দেখার সুখ।
পাইনা খুঁজে কোথাও বা কোণে আমার মায়ের মুখ।
মনের ব্যথা ঠোট দূরে থাক,
জলেতে না আসে চোখে।
কি করে যেন বুঝিল মায়ে,
লেখা ছিল নাকি মুখে।
জানি না কি যাদু, কি সে মায়া।
মুখামুখি যেন আমার নিজের ছায়া।
যেকোন খুশি অথবা ব্যাধিতে কাঁপিত মায়ের বুক,
পাইনা খুঁজে কোথাও বা কোণে আমার মায়ের মুখ।