একটা সম্পর্ক হঠাৎ তাচ্ছিল্য,
কিছু চাওয়ার আগেই বার্তা কক্ষ বন্ধ।
হাতে তাহার প্রিয় কারো হাত,
খবর, কবর দেওয়ার পরেই সুখ চক্ষু অন্ধ।
বিভীষিকা ক্ষণ বেধেছে বাসা মগজে মগজে যন্ত্রণা,
অশান্ত মন চাইছে খুব, প্রিয় আঁচলের স্বান্তনা।
ঘর ছেড়ে দূর, শুধু দূর নয় বহুদূর।
মন থেকে তোর, আসে বিরহের সুর।
কে কাকে, কার চেয়ে বেশি চায়?
কার বুকে মাথা রেখে সে শান্তি পায়?
কাকে পাবে বলে, তোর সাথে এত অবহেলা?
কার সাথে জীবন গেঁথে, তোর সাথে মরণ মরণ খেলা?
প্রশ্নের পর প্রশ্ন থেকে যায়, মিলছে না আর ছন্দ।
কারণ হাজার বছর ধরে এই পাড়ে বার্তা কক্ষ বন্ধ।