চার দেয়াল আর একটা বারান্দা,
মাঝখানের গল্পটা আমার তোমাদের।
পৃথিবী আজ বাকরুদ্ধ,
কোথায় তোমাদের অস্ত্রযুদ্ধ?
করছো না কেন হানাহানি,
ধর্ম-জাতি নিয়ে টানাটানি।
দূষিত প্রকৃতি ঘুরে দাঁড়িয়েছে,
আপন সৌন্দর্যে আবার।
হুশজ্ঞান নিয়ে বন্দী থাক তোরা ঘরে,
বুঝে নে বন্দী পাখির যন্ত্রণা।
চোখ বন্ধ করলেই পড়ে যাবে গণ-মিছিলে,
জেগে উঠতে পারলে ভেবে নিও কি করেছিলে।