বায়ান্ন আর একাত্তরের ইতিহাস মোরা শুনেছি।
সেই ইতিহাসের সব চরিত্র বুকের ভেতর বুনেছি।
মানবো না আর কোন অন্যায়,
সইবো না আর কোন অবিচার।
রূপকথার এই বাংলা মাকে সবাই মিলে গড়ব।
ছাত্র সমাজ গর্জে উঠো, মরতে হলে মরবো।


আমার মায়ের কোলে বোন তনুরা হয় ধর্ষণ।
এসব দেখার জন্যই কি এই স্বাধীনতা অর্জন।
লাইসেন্সহীন রাক্ষসেরা গিলে খেল কত প্রাণ।
তাদের বিচার হয়না মাগো আর কত বলিদান।
মানবো না আর কোন অন্যায়,
সইবো না আর কোন অবিচার।
রূপকথার এই বাংলা মাকে সবাই মিলে গড়ব।
ছাত্র সমাজ গর্জে উঠো, মরতে হলে মরবো।


আমরা নামি ইতিহাস গড়তে লাশ হয়ে ফিরি ঘরে।
মাগো তোমার ছেলে, সামান্য বলে হেসে উপহাস করে।
নিয়ম আছে মানবে না কেউ এ কেমন তোর দেশ।
প্রশাসন যা করে নি তা আমারা করবো শেষ।
মানবো না আর কোন অন্যায়,
সইবো না আর কোন অবিচার।
রূপকথার এই বাংলা মাকে সবাই মিলে গড়ব।
ছাত্র সমাজ গর্জে উঠো, মরতে হলে মরবো।