কবর থেকে বলছি,
তোমরা কি ভুলে গেছো আমায়?
মনে রাখলে, কিছু করেছি তোমাদের তরে।
না হয় হাসি মুখ দিয়েছি, যা বুঝতে পেরেছো পরে।


মরলে দেখি কদর বাড়ে!
'লোকটা ভাল ছিল' আফসোস করে লোকে।
হয়তো স্বান্তনা দেয় প্রিয়জনদের, যদি আনন্দ পায় শোকে।


কলমটা সেই গত হলো কবে, তার পক্ষে আমি
কবর থেকে বলছি
তোমরা কি আছো ভাল?
নিন্দুকেরা কি আগের মত পিছে কথা কয়?
অবশ্যই এখন আমি নেই, সামনে কিসের ভয়।


এখনও কি চোখ আমায় খোঁজে?
নাকি অন্য কেউ তোমায় বোঝে?
নাকি বিরহ কি তা'ই জানো না?
হয়তো আমি নেই আর, তুমি মানো না।


কলমটা নেই বিশ্বাস করো, তার পক্ষে আমি
কবর থেকে বলছি,
আহা, সে কি আর্তনাদ তোমাদের।
বেঁচে থাকতে এত দেখিয়েছো কি মায়া?
নাকি এই চেহারা মুখোশে মোড়ানো, দেখিয়েছো শুধু ছায়া।


হতভাগ্য বা ভুল বুঝা বুঝি নেই কোন অভিমান।
করিয়াছো মোর সাত খুন মাফ, কি মহত্ত্বের প্রমাণ।
মিথ্যে বলেছিলাম!
আসলে কলম ছেড়েছি আমি, তাই আমি
কবর থেকে বলছি।